ইমাম আবু হানিফা (রহ.) রচিত বিখ্যাত আকিদা বিষয়ক গ্রন্থ ‘আল-ফিকহুল আকবার’ এর বাংলা অনুবাদ পিডিএফ | Bangla islamic Book pdf “Al-Fiqhul Akbar” pdf dwnload
ইমাম আবু হানিফা (রহ.) রচিত বিখ্যাত আকিদা বিষয়ক গ্রন্থ ‘আল-ফিকহুল আকবার’ এর বাংলা অনুবাদ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
বইয়ের নাম : আল ফিকহুল আকবার
লেখক : ইমাম আবু হানিফা (রাহ.)
অনুবাদ : ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গির (রহ.)
বিষয় : ফিকাহ্
প্রকাশকাল : ২০১০ খ্রী.
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ২০০
পিডিএফ সাইজ : ৪.২৬ এমবি
ইমাম আবু হানিফা (রহ.) রচিত বিখ্যাত আকিদা বিষয়ক গ্রন্থ ‘আল-ফিকহুল আকবার’ এর বাংলা অনুবাদ পিডিএফ সম্পর্কে কিছু কথা :
অনেকে ঈমান, আকীদা, সুন্নাত, বিদআত ইত্যাদি বিষয়ে ইমাম আবু হানীফা ও তার ছাত্রদের মত জানতে চান। অনেকে বলেন আমরা তাে ফিকহী বিষয়ে হানাফী, আকীদায় আশআরী বা মাতুরিদী ও তরীকায় কাদিরী, চিশতী বা নকশবন্দী ।
আমরা কি ফিকহ, আকীদা ও তরীকা সকল বিষয়ে হানাফী হতে পারি না?
ইমাম আবু হানীফার কি কোনাে আকীদা ও তরীকা ছিল না? থাকলে তা কী ছিল?
প্রকৃতপক্ষে ইমাম আবু হানীফা (রাহ) আকীদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমরা দেখি যে, তিনি ফিকহ বিষয়ে কোনাে গ্রন্থ রচনা না করলেও আকীদা বিষয়ে কয়েকটি পুস্তিকা রচনা করেছেন, আকীদা বিষয়ক জ্ঞানকে শ্রেষ্ঠ ফিকহ বা আল-ফিকহুল আকবার বলে আখ্যায়িত করেছেন এবং ফিকহী বিষয়ে ইজতিহাদ ও মতভেদের অনুমতি দিয়েছেন কিন্তু আকীদা বিষয়ে ইজতিহাদ ও মতভেদ নিষেধ করেছেন।
ইমাম আযমের (রাহ.) রচনাবলির মধ্যে আকীদা বিষয়ক ৫টি পুস্তিকা প্রসিদ্ধ । তন্মধ্যে ‘আল-ফিকহুল আকবার' পুস্তিকাটির দুটি ভাষ্য। একটি “আল-ফিকহুল আকবার' এবং অন্যটি “আল-ফিকহুল আবসাত’ নামে প্রসিদ্ধ।
কোনাে কোনাে গবেষক দ্বিতীয় পুস্তিকাটি, অর্থাৎ “আল-ফিকহুল আবসাত নামে পরিচিত পুস্তিকাটিই মূল ‘আল-ফিকহুল আকবার' বলে মত প্রকাশ করেছেন । ইমাম আবু হানীফার রচনাবলি পরিচ্ছেদে আমরা দেখব যে, সনদ ও মুতনে প্রথম পুস্তিকাটিও ‘আল-ফিকহুল আকবার” হিসেবে প্রমাণিত।
লেখক এ পুস্তিকাটিকেই অনুবাদের জন্য মূল হিসেবে গ্রহণ করেছেন। কারণ এ পুস্তিকাটিতে ‘আল-ফিকহুল আবসাত ও তাঁর রচিত সবগুলাে পুস্তিকার আলােচ্য বিষয়ের সার-সংক্ষেপ সহজ ভাষায় আলােচিত হয়েছে।
ইসলামী আকীদার বিভিন্ন দিকের সামগ্রিক আলােচনা এ পুস্তিকায় যেভাবে বিদ্যমান তাঁর রচিত অন্যান্য পুস্তিকায় সেভাবে নেই। এজন্য লেখক এ পুস্তিকাটি অনুবাদ করার এবং এর ভিত্তিতে ইসলামী আকীদার বিভিন্ন দিক ব্যাখ্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পাশাপাশি ‘আল-ফিকহুল আবসাত ও অন্যান্য পুস্তিকা থেকে প্রাসঙ্গিক সকল বক্তব্য উদ্ধৃত করেছেন।
আল-ফিকহুল আকবারের ব্যাখ্যায় আকীদা বিষয়ে ইমাম আবু হানীফা (রাহ)-এর মত জানতে তাঁর লেখা পুস্তিকাগুলাে ছাড়া আরাে দুটি গ্রন্থের উপর নির্ভর করেছেন লেখক (রহ.):
(১) তৃতীয়-চতুর্থ শতকের প্রসিদ্ধ হানাফী ফকীহ ইমাম আবূ জাফর আহমদ ইবন সালামা তাহাবী (২৩৮-৩২১ হি) রচিত 'আলআকীদাহ আত-তাহাবিয়্যাহ' । এ পুস্তিকাটি তিনি ইমাম আবু হানীফা ও তাঁর সাথীদ্বয়ের আকীদা বর্ণনায় রচনা করেন।
(২) চতুর্থ-পঞ্চম হিজরী শতকের প্রসিদ্ধ হানাফী ফকীহ ইমাম আবুল আলা সায়িদ ইবন মুহাম্মাদ ইবন আহমদ নাইসাপূরী (৩৪৩-৪৩২ হি) রচিত আল-ই'তিকাদ । এ গ্রন্থটিতে তিনি ইমাম আবু হানীফার আকীদা বিষয়ক বক্তব্যগুলাে সংকলন করেছেন।
ফিকহুল আকবার গ্রন্থের একটি বৈশিষ্ট আলােচ্য বিষয়ের বৈচিত্র । আকীদার পরিচিত আলােচ্য বিষয়গুলাে ছাড়াও তারাবীহ, রিয়া, উজব, কিয়ামতের আলামত, রাসূলুল্লাহ (সা.)-এর সন্তানদের পরিচয় ইত্যাদি অনেক বিষয় তিনি আলােচনা করেছেন। এ বিষয়ক আলােচনা ও ব্যাখ্যা এ বইটির কলেবর কিছুটা বৃদ্ধি করেছে।
ইমাম আবু হানিফা (রহ.) রচিত বিখ্যাত আকিদা বিষয়ক গ্রন্থ ‘আল-ফিকহুল আকবার’ এর বাংলা অনুবাদ পিডিএফ বইটি ডাউনলোড :
"আপলোডকৃত বইয়ের বিষয়ে যথাযথ কতৃপক্ষের আপত্তি থাকলে আমাদেরকে অবগত করুন আমরা ব্লগ থেকে সরিয়ে নেব"
ভার্চূয়াল বই কখনো মূল বইয়ের সমকক্ষ নয়, মূল বই সংগ্রহ করুন। লেখক ও প্রকাশকের সহযোগী হোন।
*নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন ।
আমাদের ফেইসবুক পেইজ : https://www.facebook.com/SatyeraAlo
%20%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%20%E0%A6%86%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%9F%E0%A6%95%20%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A5%20%E2%80%98%E0%A6%86%E0%A6%B2-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B9%E0%A7%81%E0%A6%B2%20%E0%A6%86%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E2%80%99%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%20%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%20%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AB%20%20Bangla%20islamic%20Book%20pdf%20%E2%80%9CAl-Fiqhul%20Akbar%E2%80%9D%20pdf%20dwnload.jpg)